সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি স্থলবন্দর হয়ে বাংলাদেশী এক মোটরসাইকেল আরোহীর ভারতে অবৈধ প্রবেশ নিয়ে সে দেশজুড়ে  তোলপাড় শুরু হয়েছে। গত বুধবার বিকালে অবৈধ প্রবেশের এ ঘটনা ঘটে।
 

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর ভারতের করিমগঞ্জ থানার পুলিশ বাংলাদেশী যুবককে আটক করতে পরেনি। তবে ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেল এবং তার সঙ্গে থাকা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যাগে মেয়াদোত্তীর্ণ একটি পাসপোর্ট ও কিছু কাগজপত্র পাওয়া গেছে।
 

এ নিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের ১৩৬২ নম্বর পিলারের জিরো পয়েন্ট ও ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও থানার সুতারকান্দিতে বিজিবি ৫২ ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকাবৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ঘটনার সত্যতা জানতে বিজিবি ৫২-এর সিইও এর মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি।

সেখানকার সীমান্ত রক্ষার দায়িত্ব থাকে বড়গ্রাম কোম্পানী কমন্ডারের সরকারি মোবাইলে কল দিলে কল রিসিভ করে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এমনকি নিজের নামও জানাতে চাইলে তা জানানি ওই কর্মকর্তা।

এ ঘটনার আগেও এমনভাবে সীমান্ত এলাকা টপকিয়ে বিএসএফ ও বিজিবিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুটি বিলাসবহুল পাজারো গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন পরে ওই বিলাসবহুল গাড়িগুলো সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
 

এবার দুই দেশের নিরাপত্তাচৌকি ভেঙে যুবকের মোটরসাইকেল নিয়ে ভারতে প্রবেশ নিয়ে দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *