বিপিএলের আগের আসরেও সিলেটের মাঠে দেখা গিয়েছিল বিপুল দর্শক। এবারও ভরপুর গ্যালারির আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে সকাল থেকেই টিকেট কেনার সারি ছিলো বিশাল।

শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। এবার ছয়টি ম্যাচ ডেতে মোট ১২টি ম্যাচ রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ৩ ফেব্রুয়ারি গিয়ে শেষ হবে এই ধাপ।

বিপিএলে অংশ নেওয়া সবগুলো দলই এখন অবস্থান করছে সিলেটে। দেশি-বিদেশি তারকার ঝলক দেখতে সিলেটের দর্শকরা মুখিয়ে আছেন। স্বাগতিক দল হিসেবে খেলবে সিলেট স্ট্রাইকার্স। টিকেটের পাশাপাশি এই দলের জার্সি বিক্রি হতেও দেখা গেছে।

SYlhet Crikcet fan

ছবি: ফিরোজ আহমেদ 

কিছু কিছু দর্শক অভিযোগ করেছেন মানুষের বিপুল আগ্রহ থাকায় টিকেট কালোবাজারি হবে। সর্বনিম্ন ২০০ টাকা মূল্যের টিকেটের চাহিদাই সবচেয়ে বেশি। কালোবাজারিদের চক্র এবারও বেশিরভাগ টিকেট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন ক্রিকেটপ্রেমী।

SYlhet Crikcet fan

ছবি: ফিরোজ আহমেদ 

স্থানীয় আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বুধবার থেকে রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়াম গেইট ও লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম গেইটে বিক্রি হচ্ছে টিকেট। শুক্রবার ছুটির দিনে সিলেটে প্রথম খেলা থাকায় এই দিনের টিকেটের চাহিদাই বেশি।

সূত্রঃ The daily star

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *