আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধিনে বিয়ানীবাজার উপজেলায় ৪ হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে বলে জানা গেছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। বাংলা প্রথম পত্র পরীক্ষায় হবে শুরু হবে এসএসসি।

বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মৌলুদুর রহমান জানান, উপজেলায় এসএসসিতে ৩৫০৮ জন, দাখিলে ৫৬১ ও ভোকেশনালে ৫৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এখানকার ৫টি কেন্দ্রে এসএসসি, ২টিতে দাখিল, ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে ১২ মার্চ পরীক্ষা শেষ হবে। আর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের সচিব মোবাইল ফোন ব্যবহা করতে পারবেন। তবে সেটিও ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *