সিলেটের জকিগঞ্জে বাঁশে ঝুলিয়ে যুবকের ওপর বর্বর নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন  সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) আদালত মামলার যুক্তিতর্ক শেষে এই আদেশ দেন। বাদিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সিলেট সিজেএম আদালতে মামলাটির যুক্তিতর্ক ছিলো। আমরা ঘটনা প্রমাণ করতে পেরেছি। আশাকরি রায়ে এর প্রতিফলন দেখতে পাব। মামলার অপর আইনজীবী আজমল আলী বলেন, সারা দেশের মধ্যে এটা একটা আলোচিত মামলা। আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা সুবিচার পাব আশাবাদী।

প্রসঙ্গত- ২০১৯ সালের নভেম্বর মাসে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম (ফকির মাস্তান) একই ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিনের হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করেন। ওই তরুণকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এ ঘটনায় মামলার আসামি ভারতে পালানোর পথে সালাম মেম্বারকে কানাইঘাটের কাড়াবাল্লা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে সালামের অপর ৩ সহযোগী এবাদ মেম্বার, আনোয়ার ও শাহজাহান ধরা পড়ে পুলিশের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *