সিলেটে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হয়েছেন দুই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মজুমদারী এলাকায়  ফুফুর বাসায় বেড়াতে এসে ছাদ থেকে কাপড় আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে সামিয়া রহমান (১৮) ও তার ফুফাতো বোন একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমদের মেয়ে সাদিয়া জান্নাত ইভা (২৩)।

সামিয়ার নিকটাত্মীয় দিপু আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ সামিয়ার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, দগ্ধ সামিয়া রহমানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে গতরাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *