সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকদের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো বিস্তারিত বলতে পারছি না।

অপরদিকে, দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের আটক করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কক্ষে রাখা হয়েছে।

ঠিকানা দিগন্ত প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে দেখা যায়, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা আনারস প্রতীকের পক্ষে বহিরাগত মানুষ নিয়ে কেন্দ্রে ঢুঁকে ভোট দিচ্ছিলেন। পরবর্তীতে সাংবাদিক ও নির্বাহী মাজিস্ট্রেট দেখে সরে যান।

এ-বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *