অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ (শনিবার) সকালে তাকে পুলিশের জিম্মায় দেয়া হয় বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তার বিরুদ্ধে কোন মামলা থাকলে তাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
বিচারপতি মানিক সীমান্ত এলাকার দালালদের সহযোগিতায় দনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। তখন তাকে মারধর করে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় দালালরা। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাকে উদ্ধার করে আটক করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.