সুনামগঞ্জের ছাতক উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদকে (৪৪) এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর নয়া সড়ক এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট শাহপরান থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার এজাহার নামীয় আসামি।
গ্রেপ্তার বিল্লাল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতলা গ্রামের খয়রুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের এসএমপি কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.