দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগাচ্ছেন এই ব্যাটার। টানা দুই ম্যাচে দলের জয়ে রেখেছেন বড় অবদান। সিরিজ জিতে দারুণ খুশি এই বাঁহাতি ব্যাটার।

দুর্দান্ত ব্যাটিং করেছেন শামীম।
টি-টোয়েন্টিতে অভিষেকে দারুণ ইনিংস খেলে আলাদাভাবে নজরে আসেন শামীম। পরবর্তীতে ২০২১ সালে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে বাদ পড়েন। মাঝে আসা-যাওয়ার মধ্যে থাকলেও চলতি বছর জাতীয় দলে প্রথম সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে হাইপারফরম্যান্স, ‘এ’ দলের হয়ে নিয়মিত খেলা শামীম আশাবাদী ছিলেন ভালো করার ব্যাপারে।

শামীম বলেন, ” আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। তো সেজন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।”

আত্মবিশ্বাসকে শামীম কাজে লাগিয়েছেন দারুণভাবে। প্রথম ম্যাচে ১৩ বলে ২৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন ১৭ বলে ৩৫ রান করে। দারুণ পারফরম্যান্স করে শামীম আভাস দিলেন এমন আরো পারফরম্যান্সের।

” অবশ্যই, মাত্র তো শুরু এখনও অনেক ক্যারিয়ার বাকি আছে। ইনশাআল্লাহ দেখা যাবে।”

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচে বাংলাদেশ খেললেও স্কোয়াডে ছিলেন না শামীম। সিরিজকে বড় পাওয়া হিসেবে দেখছেন তিনি। জানালেন ফিটনেস, ব্যাটিং নিয়ে কাজ করার কথাও।

” না, মনে তো আগেই পড়েছে(বিশ্বকাপে ম্যাচ না খেলা)। যেটা চলে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই। আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজ জিতেছি ওইটা অনেক বড় একটা পাওয়া। ব্যাটিং-ফিটনেস সবকিছু নিয়েই কাজ করছি।”

দলের জয়ে ভালো করতে পেরে খুশি এই ক্রিকেটার।

“কাউকে উৎসর্গ করার কিছু নেই। ভাল খেলতে পেরেছি, আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি এটাই ভালো লাগছে।”

Comments are closed, but trackbacks and pingbacks are open.