পর্তুগালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মারুফ উদ্দিন (৩৮) নামে এক যুবক মৃত্যুবরন করেছেন (ইন্না … রাজিউন)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পর্তুগালের স্থানীয় সময় দিবাগত রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রবাসী মারুফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে মারুফ উদ্দিন স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তারা বর্তমানে বাংলাদেশে বসবাসরত।

Comments are closed, but trackbacks and pingbacks are open.