বড় ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ ভারত অনূর্ধ্ব-১৯ দল। হাই ভোল্টেজ ফাইনালে বাংলাদেশের ভারতবধ। আবারো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। মাত্র ১৯৮ রানের পুঁজি নিয়েই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখল দাপটের সাথে। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ জিতেছে ৫৯ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান। কালাম সিদ্দিকি ১৬ বলে ১ রান করে সাজঘরে ফিরলে বাংলাদেশ দল চাপে পড়ে যায়। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারও থিতু হতে পারেননি। জাওয়াদ ৩৫ বলে ২০ ও তামিম ২৮ বলে ১৬ রান করে বিদায় নিলে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন।
চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৬২ রানের জুটি। দুজনের কেউই অর্ধশতকের দেখা পাননি, যদিও দুজনের সামনেই ছিল পঞ্চাশের মাইলফলক স্পর্শের সুযোগ। শিহাব ৬৭ বলে ৪০ ও রিজান ৬৫ বলে ৪৭ রান করে বিদায় নিলে দল আবারো খেই হারায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.