হেফাজতে ইসলাম বিয়ানীবাজার উপজেলা, পৌর ও ইউপি, শাখা গঠন উপলক্ষে এক সভা ৮ ডিসেম্বর শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক নায়িবে আমীর ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।

সভায় সর্বসম্মতিক্রমে শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী কে সভাপতি ও হাফিজ মাওলানা মুফতী কয়েছ আহমদ কে সেক্রেটারী করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।

মাওলানা তাজ উদ্দিন নিদনপুরী কে সভাপতি ও মাওলানা জাকারীয়া আহমদ কে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। 

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যথাক্রমে- মাওলানা আবু তাইয়্যিব সভাপতি কুড়ারবাজার ইউপি শাখা, মাওলানা আব্দুর রব সভাপতি আলী নগর ইউপি শাখা, মাওলানা লোকমান আহমদ সভাপতি রামধা ইউপি শাখা, মাওলানা শিহাব উদ্দিন সভাপতি চারখাই ইউপি শাখা, মাওলানা জহিরুল ইসলাম কবির সভাপতি দুভাগ ইউপি শাখা, মুফতী খোবাইব আহমদ সভাপতি শেওলা ইউপি শাখা, মাওলানা হাজী একরাম উদ্দিন সভাপতি মুড়িয়া ইউপি শাখা, হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন সভাপতি মোল্লাপুর ইউপি শাখা, মাওলানা আব্দুল হাফিজ সভাপতি মাথিউড়া ইউপি শাখা, মাওলানা সালিম আহমদ সভাপতি তিল পাড়া ইউপি শাখা, হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম সভাপতি লাউতা ইউপি শাখা, মুজিবুর রহমান সভাপতি ১নং ওয়ার্ড বিয়ানীবাজার পৌর, হাজী আব্দুস সবুর সভাপতি ২নং ওয়ার্ড, মুফতী আব্দুল কারীম সভাপতি ৩নং ওয়ার্ড, হাজী নিজাম উদ্দিন সভাপতি ৪নং ওয়ার্ড, আব্দুর রব সভাপতি ৫নং ওয়ার্ড, আব্দুন নূর সভাপতি ৬নং ওয়ার্ড, খলিলুর রহমান সভাপতি ৭নং ওয়ার্ড, হাজী মউর উদ্দিন সভাপতি ৮নং ওয়ার্ড, শাহজাহান কবির সভাপতি ৯নং ওয়ার্ড।

Comments are closed, but trackbacks and pingbacks are open.