সিলেটের মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চার নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফয়ছল আহমদ (২২), ওয়াহিদুল হাসান (৩২), মোছাঃ শাপলা বেগম (২৩) ও মোছাঃ শাহীনা আক্তার সীমা (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.