সিলেটের জকিগঞ্জে ডেবিল হান্ট অভিযানে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর রাতে থানা পুলিশের একটা দল গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী ইউপি এলাকায় অভিযান চালিয়ে পীরনগর গ্রামের আব্দুল মালিকের ছেলে মিলন আহমদ (৩২)কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিলন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ডেবিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। কোথাও কাউকে নাশকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবেনা। পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.