সিলেটের জৈন্তাপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীদের সহযোগিতায় আটক করেন তার দ্বিতীয় স্ত্রী। এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে মারধর করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে আটক ব্যক্তি কানাইঘাট উপজেলার বাউরভাগ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে তোতা মিয়া(৪৬)। বর্তমানে তিনি পরিবার নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ আরো জানায়, ওই কিশোরীর মা বিয়ানীবাজার থেকে বিভিন্ন বাসাবাড়ীতে ঝিয়ের কাজ করেন। গোয়াবাড়ী এলাকায় তার পিতা তোতা মিয়া দ্বিতীয় স্ত্রী সন্তানসহ বসবাস করেন।

এই ঘটনায় তোতা মিয়ার দ্বিতীয় স্ত্রী আফিয়া বেগম প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী তোতা মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই কিশোরীকে অধিকতর তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রেরণের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি জানান, আক্রান্ত কিশোরীর সৎ মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আটক তোতা মিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.