ভারতকে ২৪২ রানের টার্গেট দিল পাকিস্তান ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৭৬ বলে ৬২ রান করেন সৌদ শাকিল। ৭৭ বলে টেনেটুনে ৪৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্লো মোশনে এগুতে থাকে পাকিস্তান।

কোনো উইকেট না হারিয়ে ৫০ বলে ৪১ রান করা পাকিস্তান এরপর মাত্র ৬ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১০৪ রানের জুটি গড়েন তাড়া।  

একটা পর্যায়ে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫১ রান। এরপর পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। স্কোর বোর্ডে মাত্র ৯০ রান যোগ করতেই পাকিস্তান হারায় ৮ ব্যাটসম্যানের উইকেট।

একের পর এক সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, তায়েব তাহের, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও খুশদিল শাহ। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৯.৪ ওভারে ২৪১ রানেই অলআউট হয় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান।

আজ কোনো কারণে পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্টে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের জন্য। তার কারণ প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে। 

আজ ভারতের বিপক্ষে পাকিস্তান হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের জন্য। তখন ‘যদি’র উপর নির্ভর করবে পাকিস্তানের সেমিতে খেলা।  

এমন কঠিন সমীকরণের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে আজ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি পাকিস্তান। ভারতের হয়ে ৯ ওভারে মাত্র ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ৮ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

Comments are closed, but trackbacks and pingbacks are open.