প্রশ্ন : আমাকে রেখে আমার মা ইন্তিকাল করেন, তার পর থেকে আমার সৎমায়ের সঙ্গে আমার প্রায় মারামারি হয়। এই কারণে আমি পিতা থেকে কিছু জমি নিয়ে পৃথক হয়ে যাই। এখন আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই। আমার পিতার এই পরিমাণ সম্পদ আছে, আমাকে বিবাহ করিয়ে দেওয়ার দ্বারা কোনো ক্ষতি হবে না।তাহলে এখন আমাকে কে বিবাহ করাবে? যদি পিতার দায়িত্ব হয়, আর তিনি তা পালন না করেন, তাহলে গুনাহ হবে কি না?
-রিয়াজ, উত্তরা
উত্তর : ছেলে বড় হলে বিবাহ করানো পিতার দায়িত্ব। পিতা এ দায়িত্ব পালনে অবহেলা করলে ছেলের গুনাহের পিতাও ভাগী হবেন। (শুআবুল ঈমান : ৬/৪০১, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৭/৪৩)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
Comments are closed, but trackbacks and pingbacks are open.