সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন (৩৩), জৈন্তাপুর থানার ঠাকুরেরমাটি গ্রামের মাখন মিয়ার ছেলে।

গত বুধবার (১২ মার্চ) শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। অভিযানে প্রায় ২৬ লাখ ৩৬ হাজার ২শ টাকা মূল্যের প্রসাধনী উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাসী চালানো হয়। এসময় উদ্ধার হওয়া ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, গার্নিয়ার ভিটামিন-সি সিরাম ক্রিম (১২শ পিস) – মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা, গার্নিয়ার ভিটামিন-সি ফেসওয়াশ (৪ হাজার ৫শ ৬০ পিস) – মূল্য ৬ লাখ ৮৪ হাজার টাকা, পতঞ্জলি অ্যালোভেরা জেল ৬০ মি.লি. (৯শ ৫০ পিস) – মূল্য ৭৬ হাজার টাকা, পতঞ্জলি অ্যালোভেরা জেল ১৫০ মি.লি. (১ হাজার ২০ পিস) – মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা, ইমামি ৭ অয়েল ইন ওয়ান চুলের তেল (৪৮ পিস) – মূল্য ৯ হাজার ৬শ টাকা, পন্ডস ফেসওয়াশ (৫ হাজার ২শ ৩২ পিস) – মূল্য ১৫ লাখ ৬৯ হাজার ৬শ টাকা।


এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.