শাদাব খান, হাসান নওয়াজ আর অধিনায়ক আগা সালমানের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান।
অথচ ইনিংসের শুরুতে ৫ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। সেই অবস্থা থেকে দলকে টেনে রানের চূড়ায় নিয়ে যান শাদাব খান. সালমান, মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজরা। তাদের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে।
প্রথম ৮ বলে ৫ রানে সায়েম আইয়ুব ও ফখর জামান আউট হওয়ার পর তৃতীয় উইকেট অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন মোহাম্মদ হারিস।
তাদের এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গয়ে ক্যাচ তুলে দেন হারিস। তিনি সাজঘরে ফেরার আগে ১৮ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন।
হারিস আউট হওয়ার পর হাসান নওয়াজের সঙ্গে জুটি গড়ে ৩৪ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন আগা সালমান। ১২তম ওভারের শেষ বলে ৩৪ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৬ রান করা অধিনায়ক সালমানকে আউট করে ঝড় থামান হাসান মাহমুদ।
পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন হাসান নওয়াজ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে মাত্র ২২ বলে দুই চার ৪টি ছক্কার সাহায্যে ২০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে ফেরেন নওয়াজ।
সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা খুশদিল শাহ ডাউন দ্য উইকেটে খেলতে শামিমের বলে বিভ্রান্ত হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। তখন পাকিস্তাতানের সংগ্রহ ছিল ১৬.১ ওভারে ১৫০ রান।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.