গোলাপগঞ্জে পলিথিন বিরোধী অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬৫কেজি পলিথিন জব্দ করা হয়। বুধবার বিকেলে গোলাপগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
এসময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা।
অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, পলিথিন ব্যবহার যাতে না করা হয় এ ব্যাপারে আমরা সবাইকে সচেতন করছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.