মৌলভীবাজারের জুড়ীতে গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাতসৃষ্ট পাহাড়ি ঢলে মাহবুব হাসান রিয়াদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সে স্থানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।
উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার পুত্র মাহবুব হাসান রিয়াদ আজ সোমবার (২ জুন) বিকেলে বাড়ি এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার উপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুইজন একসাথে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার কাটা না জানা থাকায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে।
এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে বিকেল ৫.৩০ টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশংকাজনক অবস্থায় ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.