সিলেটের জৈন্তাপুরে তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে ডেকে দুই বন্ধুসহ গণধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে জৈন্তাপুর উপজেলার একটি হাওড়ে।

ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ভোররাত থেকে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাষণ্ড সাবেক স্বামী মুমিন ও তার বন্ধু বদরুলকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ভোরে এক সন্তানের জননী ত্রিশোর্ধ এক নারী অভিযোগ করেন জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মুমিনের সঙ্গে তার বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের একটি সন্তান রয়েছে। কিছুদিন আগে তাকে তালাক দিয়ে আরও একটি বিয়ে করে মুমিন। শনিবার রাতে তাকে জরুরি কথা আছে বলে ডেকে একটি নির্জন হাওড়ে নিয়ে যায়। সেখানে তাকে মুমিন ও তার দুই বন্ধু জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি জানান, এমন অভিযোগ পেয়েই ভোরবেলায় ছদ্মবেশে অভিযানে নামে জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম। প্রথমে দরবস্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত মুমিনকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুমিনের বন্ধু বদরুলকে আটক করা হয়। আরও এক অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.