বিয়ানীবাজার উপজেলায় ৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী হাটের পাশাপাশি আরো দুইটি হাটে পশু বেচাকেনা হচ্ছে। ঈদের একদিন পূর্বে আজ বৃহস্পতিবার সবগুলো হাটে সব আকারের গরুতে সয়লাভ হলেও দুপুর পর্যন্ত ক্রেতার উপস্থিতি কম ছিল।

উপজেলার ৫টি স্থায়ী বাজারের মধ্যে রামধা, দুবাগ, বৈরাগী বাজার, মাথিউরা ও বারইগ্রাম বাজারে গত কয়েকদিন থেকে পশু বিক্রি হচ্ছে। আজ থেকে ৬টি অস্থায়ী হাটে পশু বিক্রি হচ্ছে। এসব হাটের মধ্যে অন্যতম বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিক্রি শুরু হয়েছে, চলবে আগামীকাল গভীর রাত পর্যন্ত। এ হাটে প্রতি গরুর হাসিল (চিট) মূল্য এক হাজার টাকা। এছাড়া ওহাব আলী মার্কেটের সামনে অস্থায়ী পশুর হাটে হাসিল ছাড়া পশু ক্রয় করতে পারছেন ক্রেতারা।

এদিকে প্রশাসনের কোন অনুমোদন না থাকলেও উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এবং দুবাগ ইউনয়নের খাড়াভরা এলাকায় অস্থায়ী হাট বসিয়ে গরু বিক্রি হচ্ছে। এসব হাটে কোন হাসিল নেই বলে ক্রেতাদের উপস্থিতিও বেশ ভাল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.