এবার আষাঢ়ে বৃষ্টির কার্পন্য চলছেই। আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি আভাস দেয়া হলেও যেমন বলা হয়, তেমনটি হচ্ছেনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টি ঝরেছে মাত্র ৯ দশমিক ৪ মিলিমিটার।

এই আষাঢ়ের মাঝামাঝি এসেও সিলেটে সে অর্থে বৃষ্টি ঝরছেনা। আষাঢ়ষ্য বরিষণ বলতে যা বুঝায়, মুষলধারে বৃষ্টি- এখনো তেমনটি ঘটেনি। অথচ প্রতিদিনই এ অঞ্চলের কোথাও না কোথোও আবহাওয়ার পূর্বাভাসে হাল্কা থেকে মাঝারি বা ভারি বৃষ্টির আভাস দেয়া হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed, but trackbacks and pingbacks are open.