সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃতরা হলেন – গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং সাদেক আহমদ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.