রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যাবিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর তারিখকে সরকার ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শহিদদের মাগফিরাতের জন্য আজ সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত বছরের জুলাইয়ের যে আন্দোলন শুরু হয় তা ৫ আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে পরিণতি লাভ করে। এই আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.