বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা চকের বাড়ির বাসিন্দা মো. ফারুল উদ্দিন (৪০) এক যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।
এদিকে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে থানায় উপস্থিত হয়েছেন নিখোঁজের স্বজনরা।
নিখোঁজের সময় মো. ফারুল উদ্দিনের পরনে ছিলো নীল রংয়ের টিশার্ট। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গয়ের রং শ্যামলা, মুখ মণ্ডল গোলাকার।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি নিখোঁজ ব্যক্তির সন্ধান পান তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার বীনিত অনুরোধ জানিয়েছেন। (মোবাইল নম্বর: ০১৭৬৫১৯৩৩০৪ এবং ০১৭১৪৪২৯০২৬)
Comments are closed, but trackbacks and pingbacks are open.