চলতি বছরের বন্যায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙন জরুরী মেরামতের নামে বেড়িবাঁধের মাটি কেটে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।

এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার (১ জুলাই) জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রারাই, বাখরশাল ও খলাছড়া ইউপির পশ্চিম লোহারমহল এলাকার ভাঙনকৃত বেড়িবাঁধ পরিদর্শন করেন জনদাবী আদায় পরিষদ, জকিগঞ্জ, সিলেট-এর নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পশ্চিম লোহারমহল এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার কুশিয়ারা নদীর পূরাতন বেড়িবাঁধের মাটি কেটে সিমেন্ট ও মাছের খাদ্যের বস্তায় মাটি ভরে পাঁশেই বাঁধ নির্মাণ করেছে। শুধু তাই নয়, ঠিকাদার বেড়িবাঁধের পাঁশে থাকা বেশ কিছু গাছ ও বাশ মালিককে না বলে কেটে বেড়িবাঁধের কাজে লাগিয়েছে। এমন অনিয়ম দেখে স্থানীয় লোকজন বাঁধা নিষেধ করলে ঠিকাদার কাজ ফেলে চলে যাবে বলে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে। এমনকি বেশ কিছুদিন থেকে ঠিকাদারের লোকজন কাজে আসছেনা বলেও অভিযোগ করেন। 

সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের অভিযোগ শোনে জনদাবী আদায় পরিষদ, জকিগঞ্জ-এর সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান বলেন, বিগত বন্যায় ভেঙে যাওয়া কুশিয়ারা নদীর বেড়িবাঁধ আমরা আজ পরিদর্শন করেছি। জকিগঞ্জ সদর ইউনিয়নের চলমান বেড়িবাঁধের কাজ মুটামুটি সন্তুষজনক হলেনও খলাছড়া ইউপির পশ্চিম লোহারমহল এলাকার বেড়িবাঁধের কাজ খুবই নিম্নমানের হচ্ছে। ঠিকাদার যেভাবে কাজ করছে এতে লাভের চেয়ে ক্ষতিই বেশী হচ্ছে। তিনি বেড়িবাঁধের মাটি কেটে বাঁধ নির্মাণ ও মালিককে না বলে গাছ ও বাশ কাটার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জনদাবী আদায় পরিষদ, জকিগঞ্জ-এর সাধারণ সম্পাদক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, পৌরসভা জামায়াতের আমীর আবু রুশদ মোঃ ইকবাল, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারন সম্পাদক সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা জুবায়ের আহমদ প্রমূখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.