জুলাই অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কেবল কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল গোটা জাতির ঐক্য ও স্বপ্নের প্রকাশ। আজও সেই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কলেজ সভাপতি ফাতেহুল ইসলাম প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.