সিলেটের জৈন্তাপুরে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম কিবরিয়া আহমেদ। সে উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। শনিবার (২৬ জুলাই)সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে শিশুটি তার মাকে ঘটনার বর্ণনা দেয়।
রোববার (২৭ জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের নির্দেশনা দেন।পরে দুপুর ১:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিভিল পোষাকে ছদ্মবেশ ধারণ করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে তিনি জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.