যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে নিহত পুলিশ সদস্য বাংলাদেশি আমেরিকান (সিলেটের কুলাউড়ার সন্তান) দিদারুল ইসলাম রতন (৩৬)।
তিনি ব্রঙ্কসের বাসিন্দা। দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা।
অনুসন্ধানের বিষয়ে ওয়াকিবহাল দুজন ব্যক্তি এপিকে জানান, হামলাকারীকে শেন ট্যামুরা (২৭) হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি নেভাডার বাসিন্দা ছিলেন।
সূত্রগুলো জানায়, হামলাকারী নিজের গুলিতে নিহত হন।
দুই ব্যক্তি এপিকে জানান, ট্যামুরার দেহ শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছ থেকে লাস ভেগাস থেকে ইস্যুকৃত গোপনে অস্ত্র রাখার পারমিট পাওয়া গেছে।
চলমান তদন্তের বিষয়ে বিস্তারিত জানানোর অনুমোদন নেই এ দুজনের। তারা নাম প্রকাশ না করার শর্তে এপির সঙ্গে কথা বলেন।
ফায়ার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক-এফডিএনওয়াই জানায়, কেউ একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানিয়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্ক অ্যাভিনিউর অফিস ভবনটিতে ডাকা হয়।
ভবনটিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ন্যাশনাল ফুটবল লিগের সদরদপ্তর রয়েছে।
প্রত্যক্ষদর্শী জেসিকা চেন এবিসি নিউজকে জানান, ভবনের তৃতীয় তলায় বেশ কয়েকজনের সঙ্গে একটি উপস্থাপনা দেখছিলেন তিনি। সে সময় তিনি একাধিক গুলির শব্দ শোনেন।
জেসিকা জানান, বন্দুক হামলার বিষয়টি বুঝতে পেরে তিনিসহ অন্যরা একটি কনফারেন্স রুমে গিয়ে টেবিল দিয়ে দরজা আটকে রাখেন।
তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা আসলেই ভয় পেয়েছিলাম।’
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, বন্দুক হামলায় একাধিক ব্যক্তি আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্লিপ পোস্ট করে তিনি ভবনের ভেতরে অবস্থানরত সবাইকে স্ব স্ব জায়গায় থাকতে বলেন।
ভবনটির প্রতি তলায় তল্লাশি চালানো হবে বলেও জানান মেয়র।
অ্যাডামস আরও জানান, ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে দেখা করতে তিনি হাসপাতালের পথে রওনা হয়েছেন।
স্থানীয় টিভিগুলোর ফুটেজে দেখা যায়, সারি সারি লোকজন দুই হাত উঁচিয়ে ভবন ছাড়ছেন।
ভবনটিতে বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোনের পাশাপাশি আয়াল্যান্ডের কনস্যুলেট জেনারেলের দপ্তর ছিল।
সূত্রঃ টিবিএন নিউজ
Comments are closed, but trackbacks and pingbacks are open.