সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত সুহেল আহমদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুহেল জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সমসখানি (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে।সিলেট ভ্রমণ গাইড

এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

স্থানীয় ও নিহত সুহেল আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার পাওনা টাকা নিয়ে নিহত সুহেলের সঙ্গে একই গ্রামের এহিয়া আহমদের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ৩০ জুন সকালে সুহেল আহমদ জকিগঞ্জ থানায় এহিয়া আহমদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এতে এহিয়া আহমদ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ৩০ জুন আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে সুহেল আহমদের ওপর হামলা চালায়। এ সময় সুহেল আহমদকে বাঁচাতে তার ছোট ভাই তারেক আহমদ এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায় এহিয়া আহমদ গং। এতে সুহেল ও তার ভাই তারেক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সুহেলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকাবস্থায় সুহেল মারা যান।

নিহতের চাচা আব্দুল গফুর জানান, প্রতিপক্ষের লোকজন তার দু’জন ভাতিজার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে উল্টো সুহেল আহমদের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। তিনি বলেন, আমরা আহতদের নিয়ে হাসপাতালে থাকায় হামলাকারীদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে পারিনি। নিহত সুহেলের জানাজা ও দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িত আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.