মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বড়লেখা পৌরশহরের স্টেশন বাজার এলাকায় ক্যাপ্টেন শোহরাফ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোটলেখা গ্রামের মো. মাসুদ উদ্দিনের ছেলে নাহিদ আহমেদ (১৮), একই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে ইমরান আহমেদ (২২), ও মো. মানিক মিয়ার ছেলে রানা আহমেদ (২৪) এবং বারইগ্রামের মৃত কাশেম আলীর ছেলে মকদুল হোসেন (৪৫)।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.