বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন এর আওতাধীন মৌলভীবাজার জেলার বড়লেখার নিউপাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রেবেশকালে ১১ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে অবৈধ অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
সীমান্ত এলাকায় দিকবেদিক ছোটাছুটির সময় পাল্লাতল পান পুঞ্জিকা এলাকা থেকে অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশীসহ অবৈধ অনুপ্রবেশকারী আরো একজনকে আটক করে বিজিবি পাল্লাতল বিওপির টহল দলের সদস্যরা।
আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুনামগঞ্জ জেলার বেদে পল্লীর সদস্য এবং ০৬ মাস পূর্বে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ নাগরিক উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় তারা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন।। ঠলে শুক্রবার ভোর রাতে দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.