উল্টো রথ টানার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।
শনিবার দুপুরের পর থেকেই বিয়ানীবাজার পৌরশহরের বাসুদেব মন্দিরে হাজারো দর্শনার্থী উপস্থিত হন। বেলা ৩টার মধ্যে ওই এলাকা লোকারণ্য হয়ে উঠে। উদ্দেশ্য ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবে অংশগ্রহণ। এদিকে উল্টো রথযাত্রা শুরুর পর পিষ্ট হয়ে চিরঞ্জীব আচার্য কানু (৫৫) নামে একজন নিহত হন। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহাবাজপুর এলাকার চিত্তরঞ্জন আচার্যের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এ সময় অপর আরেকজন আহত হন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.