🎉 কেক কেটে উদযাপিত হলো ‘Gents Hut’-এর ২য় বর্ষপূর্তি! 🎉
আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হলো জনপ্রিয় ফ্যাশন শপ ‘Gents Hut’-এর দ্বিতীয় বর্ষপূর্তি। প্রতিষ্ঠার শুরু থেকেই ক্রেতাদের ভালোবাসা ও আস্থায় ভর করে ‘Gents Hut’ পাড়ি দিয়েছে সফলতার দুই বছর।অত্যন্ত স্বল্প সময়ে ক্রেতাদের অফুরন্ত ভালোবাসা ও আস্থায় ‘Gents Hut’ আজ একটি পরিচিত নাম।
এখানে ছেলেদের জন্য রয়েছে —
👕 সব ধরনের পোশাক
🏟️ জার্সি ও বাচ্চাদের জার্সি
👣 স্লিপার
🕶️ চশমা
💸 সবকিছুই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।

🎂 ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন
‘Gents Hut’-এর স্বত্বাধিকারী মোঃ মুমিতুল ইসলাম এবং দোকানের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। এই বিশেষ মুহূর্তে কেক কেটে সবাই উদযাপন করেন সফলতার দুই বছর।
🗣️ 🛍️ ‘Gents Hut’ পরিবার জানায়,
“এত অল্প সময়ে এই পরিমাণ ভালোবাসা ও আস্থা পাবো, তা কল্পনাও করিনি।কাস্টোমারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা সত্যিই সন্তুষ্ট ও অনুপ্রাণিত। ভবিষ্যতেও যেন আপনাদের এভাবে পাশে পাই — এটাই আমাদের চাওয়া। ‘Gents Hut’ শুধু একটি দোকান নয়, এটি আপনাদের ভালোবাসার ঠিকানা।”এই ছোট্ট যাত্রায় যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা মানসম্মত পণ্য ও আন্তরিক সেবার মাধ্যমে আপনাদের আস্থা ধরে রাখার চেষ্টা করবো , আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। পাশে থাকুন, সামনে এগিয়ে চলুক ‘Gents Hut’।
অনলাইনের মাধ্যমেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের কাপড়, অনলাইলে অর্ডার করতে চাইলে নিচের লিংকে ফলো দিয়ে রাখতে পারেন।
https://www.facebook.com/share/1GfNyEuFPe/?mibextid=wwXIfr

তাছাড়া ২য় বর্ষপূর্তিতে রয়েছে বিভিন্ন কাপরের উপর বিশেষ ছাড়, তাই তাড়াতাড়ি চলে আসুন আপনাদের সবার পছন্দের জেন্টস হাটে।
📍 আমাদের ঠিকানা সিলেট, বিয়ানীবাজার, বৈরাগী বাজার-এ অবস্থিত এই দোকানটি এখন তরুণদের ফ্যাশনের নির্ভরযোগ্য গন্তব্য।
Comments are closed, but trackbacks and pingbacks are open.