জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণ সামনে রেখে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট দল।
মঙ্গলবার শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে কুশাল মেন্ডিসের সেঞ্চুরি আর অধিনায়ক চারিথ আসালাঙ্কার ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।
দলের হয়ে কুশাল মেন্ডিস ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ১২৪ রান করেন। চারিথ আসালাঙ্কা ৬৮ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে করেন ৫৮ রান। ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ২ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে ৫১ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন পাটোয়ারী ও তানভির ইসলাম।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলংকা করেছে ২৮৫ রান। সিরিজ জয়ে ৩০০ বলে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.