প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নাটকীয় ধসের কারণে হারতে হয়েছে। সিরিজের প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামেই হচ্ছে ম্যাচটা। প্রথম ম্যাচও এখানেই হয়েছিল। সে ম্যাচে বাংলাদেশ টসে হেরেছিল। তবে আজ মেহেদী হাসান মিরাজের ভাগ্যটা বেশ সুপ্রসন্ন।

বাংলাদেশ আজ টসে জিতেছে। অধিনায়ক মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। প্রথম ম্যাচে যে রেসিপিতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলংকা, আজ টাইগাররা সেই ফর্মুলা মেনেই সিরিজে ফিরতে চায়।

খেত্তারামা ওরফে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে ২৭০-২৮০ জেতার মতো স্কোর। ইনিংসের শুরুর দিকে ব্যাট করা যত সহজ, শেষ দিকে ততটা নয়। সময়ের সাথে সাথে স্পিন বেশ ভালো সাহায্য পায় উইকেট থেকে।

প্রথম ওয়ানডেতে সে তত্ত্বের প্রয়োগ নিজ চোখেই দেখেছে বাংলাদেশ। সে কারণে আজ টস জিতে কোনো দ্বিধায় না থেকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মিরাজ।

বাংলাদেশ দলে আছে দুটো পরিবর্তন। লিটন দাস বাদ পড়েছেন দল থেকে, তার জায়গায় একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। ওদিকে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.