সিলেটসহ সারাদেশে চলছে পুলিশের বিশেষ অভিযান। এতে ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে প্রায় দেড়হাজার জনকে। 

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এআইজি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮৮ জন এবং অন্যান্য ঘটনায় ৪৯৮ জনসহ মোট ১ হাজার ৪৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দেশীয় ওয়ান শুটার এলজি ২টি, ৭ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৩টি ককটেলের বিশেষ অংশও উদ্ধার করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.