সিলেটে নিজের স্ত্রীকে হ.ত্যার অভিযোগে সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রে.প্তার করেছে পুলিশ।
বুধবার সকালে নগরের আরামবাগ থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে সফি আহমদ চৌধুরী সুমন তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর বুধবার ভোরে স্ত্রী “আত্মহ.ত্যা করেছেন” বলে স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান সুমন।
খবর পেয়ে আত্মীয় স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাত ফাতেমা চৌধুরীকে মৃ.ত দেখতে পান ও নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখতে পান। এসময় মৃতের পরিবারকে নিশাত ফাতেমা চৌধুরী (৩২) আত্মহ.ত্যা করেছেব বলে বুঝানো চেষ্টা করা হয়।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশ এ ঘটনার সংবাদ পেয়ে সকাল ৯ টায় আরামবাগ এলাকায় গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ সময় পুলিশ অভিযুক্ত স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.