বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সচিব পদে পদায়ন পেয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
প্রফেসর মো. তারিকুল ইসলাম তিন মেয়াদে বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এবার সিলেট শিক্ষাবোর্ডের সচিব পদায়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে একই আদেশে সিলেট শিক্ষাবোর্ডের বর্তমান সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবরকে মৌলভীবাজার সরকারি কলেজে বদলী করা হয়েছে।
পদায়ন/ বদলীকৃত কর্মকর্তাদের ১৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.