মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে মনু নদে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
ওই তিন ব্যক্তি হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান (২০) ও সিপার আহমদ (২২)। তাদের সবার বাড়ি শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের হরিপুর এলাকায়।
মাসুক রহমানের ভাই ময়নুল মিয়া বলেন, আজ শুক্রবার সকালে তারা বিষয়টি বিজিবির স্থানীয় ক্যাম্পে জানান। বিজিবি বিষয়টি খোঁজ নিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছে।
লালারচক সীমান্তে মনু নদ দুই দেশের সীমানা ভাগ করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সোহাগ, মাসুক ও সিপার নদে মাছ ধরতে যান। একপর্যায়ে বিএসএফের টহল দল গিয়ে চোরাকারবারি সন্দেহে তাদের আটক করে ভারতে নিয়ে যায়।
ঘটনাস্থলের কাছে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আমতলী ক্যাম্প। ক্যাম্পের কমান্ডার সুবেদার আক্কাস শুক্রবার বিকেলে বলেন, এ বিষয়ে তাদের কেউ কিছু জানাননি।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতা রানী দাস বলেন, স্বজনেরা বিষয়টি তাকে জানিয়েছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ বিষয়ে কোনো জিডি হয়নি। স্থানীয়ভাবে খবর পেয়ে বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।