গোলাপগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘন্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে পৌর এলাকার এরাল বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহেদ আহমদ।  

নিহত সৈয়দ মুহি উদ্দিন পৌর এলাকার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের সৈয়দ আরমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে এরালবিলে মাছ ধরতে যান সৈয়দ মুহি উদ্দিন, খালিক ও লুৎফুর রহমান। একপর্যায়ে তাদের নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকা ধরে কোনোমতে বিলের পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতারে তীরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন এবং নিখোঁজ হয়ে যান ।

পরে রাতভর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে সকালে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.