জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতোদিন গোলামের জীবন যাপন করতাম। বিশেষত হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে হতো। তবে জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি- আমরা আর গোলামের জীবন যাপন করবো না। 

শুক্রবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এমনটি বলেন।

শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রা নিয়ে সিলেট আসে এনসিপি। সুনামগঞ্জ থেকে সিলেট শহরে আসার পথে শবিপ্রবি গেইটে পথসভা করেন নাহিদ ইসলামরা। 

এতে নাহিদ ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় গলগুলো ঠিকমত খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবির অসীম সাহসিকতা দেখিয়েছিলে। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিলো।

তিনি বলেন, এই একবছরে আমাদের অনেক চাওয়া পাওয়া পুরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেককিছু সংস্থার হচ্ছে। 

নতুন বাংলাদেশে তরুণরাই নেতৃত্ব দেবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.