সিলেটে ছিনতাইকারী আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করেছেন নিজ দলের নেতাকর্মীরাই। এ ঘটনার তদন্ত করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজান। তাকে শারীরিক নির্যাতন ও ন্যাড়া করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত শুরু করেছি। এর বেশী কিছু না বলে কেবল জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত শেষে একটা প্রেসবিজ্ঞপ্তি পাঠাবো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখছেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.