গত ২৪ ঘণ্টায় সিলেটসহ সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (১৬ আগস্ট) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০৭৩ জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৮৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
Comments are closed, but trackbacks and pingbacks are open.