সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নেন।
‘সিলেট কল্যাণ সংস্থা’, ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সিলেট শহরকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ফুটপাত ও রাস্তা থেকে দখল উচ্ছেদ, যানজট নিরসন, মাদকমুক্ত শহর গঠন এবং দুর্নীতি দমনসহ নানা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিতে বক্তারা এক মাসের আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে যদি নগরীর সব ওয়ার্ডের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করা হয়, তবে তারা পুরো সিটি করপোরেশন অবরোধ করবেন।
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জন্য উন্মুক্ত ফুটপাত, যান চলাচল নির্বিঘ্ন করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অপরাধ ও চাঁদাবাজি রোধসহ নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নই তাদের মূল লক্ষ্য।
Comments are closed, but trackbacks and pingbacks are open.