গোলাপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আগাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বিকেল ৩টায় উপজেলার স্থানীয় একটি সেন্টারে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা শাখার কর্তৃক আয়োজিত লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম এ ঘোষণা দেন।
তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রভাষক রেহান উদ্দিন রায়হান, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহেদা মঞ্জুর জেরিন।
এছাড়াও তিনি উপজেলার ৭টি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে, মোশারফ হোসেন শামীম (বাঘা), আসাদুজ্জামান পাপ্পু (ফুলবাড়ি), মাসুদ আহমদ (লক্ষীপাশা), আব্দুর রহিম (বর্তমান চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ), রাসেল আহমদ (আমুড়া), প্রভাষক জাহিদ হোসাইন ( বর্তমান চেয়ারম্যান, উত্তর বাদেপাশা) আতিকুর রহমান (শরিফগঞ্জ) এর নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার জিন্নুর আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর এর সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ২৫ -এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.