গোলাপগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবকের নাম আরাফাত ইসলাম রাফি (২৭)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে রাফি পরিবারের সাথে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
অভিযোগ রয়েছে, রাফির মুঠোফোন থেকে তার এক বন্ধুর কাছে অপরিচিত একটি কণ্ঠ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। এতে পরিবার আশঙ্কা করছে যে, রাফি অপহরণের শিকার হয়ে থাকতে পারেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে রাফির সন্ধান চেয়ে সবার কাছে সহযোগিতা চেয়েছেন।
নিখোঁজ যুবকের চাচা জানান, এখনো পর্যন্ত রাফির কোনো খোঁজ মেলেনি। যে কেউ তার সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন — 01711-300597 ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.