সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। মরদেহের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে সনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের পরপরই গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার আলামত রয়েছে।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

Comments are closed, but trackbacks and pingbacks are open.